মালদ্বীপে সরকারি ভবনে আগুন, ৩ মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ

মালদ্বীপের মালে শহরে তিনটি সরকারি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এর মধ্যে একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ফলে আবাসন মন্ত্রণালয়, অবকাঠামো মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে এ অগ্নিকাণ্ড ঘটে। আবাসন মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আবাসন মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, আগুনে আবাসন মন্ত্রণালয় ও অবকাঠামো মন্ত্রণালয়ের ভবনটি সম্পূর্ণ পুড়ে গেছে। ভবনটিতে সিটি কাউন্সিলের একটি অফিস অবস্থিত। আগুন গ্রিন বিল্ডিংয়েও ছড়িয়ে পড়ে, যেখানে পরিবেশ মন্ত্রণালয় রয়েছে। এ ঘটনায় মন্ত্রণালয়ের কোনো কর্মী আহত হয়নি।
আরেক বিবৃতিতে জানা যায়, পরিকাঠামো মন্ত্রণালয় বলেছে- আগুনে ভবনের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে যার ফলস্বরূপ মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। পুনারয় অফিস কার্যক্রম শুরু করতে মন্ত্রণালয় শিগগিরই একটি তারিখ ঘোষণা করবে।
পরিবেশ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আমাদের ভবনটিও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে আহত, নিহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় যায়নি।
এমএন