সিডনিতে জিয়া ফোরামের বিজয় মেলা, উৎসবে মাতোয়ারা প্রবাসীরা

সিডনির ওয়ালি পার্কে জিয়া ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বিজয় মেলা। আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ কাঁপিয়ে তোলেন কণ্ঠশিল্পী মিলা।
এবারের এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করে নিরালা হোল্ডিংস। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হওয়ায়, অনুষ্ঠানের শুরুতেই জানানো হয় শহীদদের প্রতি শ্রদ্ধা।
অনুষ্ঠানটি শুরু হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের সুরে। স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
মেলার উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া সরকারের হোম অ্যাফেয়ার্স, ইমিগ্রেশন ও মাল্টিকালচারাল মিনিস্টার টনি বার্ক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মার্ক কোরে, নিউ সাউথ ওয়েলসের ছায়া মন্ত্রী।
প্রধান অতিথি জিয়া ফোরামের পূর্ববর্তী কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তার বাংলাদেশ সফরের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার মাধ্যমে বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরার জন্য তাদের প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহে জামান টিটু, রিসেল হ্যারিকা, মাসুদ খলিল, আশিকুর রহমান এবং সানজিদা আক্তার।
জিয়া ফোরামের সভাপতি সোহেল মাহমুদ ইকবালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জিয়া ফোরামের সাধারণ সম্পাদক জাকির আলম (লেনিন)। অনুষ্ঠানটি পরিচালনা করেন তাফতুন নাইম নিতু ও পলি ফরহাদ।
বিপুল দর্শকের উপস্থিতি মেলাটিকে আকর্ষণীয় করে তোলে। মেলায় বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে দেশীয় খাবারের দোকান ছিল দর্শকদের অন্যতম আকর্ষণ। পোশাক ও দেশীয় গহনার দোকানগুলোও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।

আরও পড়ুন
এবারের মেলার প্রধান স্পন্সরের পাশাপাশি উল্লেখযোগ্য স্পন্সর ছিল জিনিয়াস হোম এবং অস্ট্রেলিয়া ন্যাশনাল ডিসএবেলিটি কেয়ার। আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া ফোরামের সাবেক সভাপতি আরিফুল হক, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মিতা কাদেরী এবং অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথি টনি বার্ক স্পন্সরদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মেলার মূল আকর্ষণ পপ তারকা মিলা ও ডিজে রাহাতের দৃষ্টি নন্দন সাংস্কৃতিক সন্ধ্যা দর্শকদের বিপুল আনন্দে মাতিয়ে তোলে। সিডনির সংগীত প্রিয় নারীরা নেচে গেয়ে উপভোগ করেন এই জমকাল আয়োজন।
বিজয়ের এই উৎসব সিডনি প্রবাসীদের মনে করিয়ে দেয়, ঐক্য ও সংস্কৃতি বাংলাদেশিদের শক্তি।
এনএফ