মাদ্রিদ মহানগর বিএনপির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাদ্রিদ মহানগরের উদ্যোগে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে মাদ্রিদের লাভাপিয়েস এলাকার রাজপুত রেস্টুরেন্টে বিএনপির তৃণমূল নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ সামছু।
সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিল।
মাদ্রিদ মহানগরের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মহি উদ্দিন কবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতা মিল্টন ভূইয়া কচি, সৈয়দ মাসুদুর রহমান নাসিম , আব্দুল মতিন, শহিদুল ইসলাম, আব্দুল মজিদ সুজন, জাহিদ হাসান,মানিক ব্যাপারী, মিনহাজ আহমেদ, সাঈদ আহমেদ, শাপিন মজুমদার, জহির আহমেদ, শাহ আলম প্রমুখ।
আরও পড়ুন
সভায় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির।
এনএফ