কাতার প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান রাষ্ট্রদূতের

কাতারে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম।
বুধবার (২২ জানুয়ারি) এক ভিডিও বার্তায় এ অনুরোধ জানান তিনি।
ভিডিও বার্তায় রাষ্ট্রদূত বলেন, কাতারের যে স্থানীয় আইনকানুন আছে, সেগুলো আমরা মেনে চলব যেন কাতার কর্তৃপক্ষের সামনে আমাদের ইমেজের ক্ষতি না হয়।
আরও পড়ুন
প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর অনুরোধ করে রাষ্ট্রদূত নজরুল বলেন, রেমিট্যান্স আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। এটা শুধু বাংলাদেশের অর্থনীতির জন্য নয়, এটা আপনার জন্য, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে নিজেও উপকৃত হবেন, দেশকেও উপকৃত করবেন।
তিনি বলেন, আপনারা যখন দেশে ফেরত যান, তখন সরকার আপনাদের জন্য নানারকম সুযোগ সুবিধা দিয়ে রেখেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে সে বিষয়ে খোঁজ নিয়ে সুযোগ নিতে পারেন। কাতারে থাকা অবস্থায় যেকোনো প্রয়োজনে আমাদের দূতাবাসের লেবার উইং ও হটলাইনে যোগাযোগ করার অনুরোধ করছি। আমরা সবসময় আপনাদের সেবায় নিয়োজিত আছি।
রাষ্ট্রদূত আরও বলেন, একটি অভিযোগ ছিল, পাসপোর্ট পেতে সময় লাগে। আমাদের বর্তমান সরকার এ বিষয়ে বিশেষ মনোযোগ দিয়েছে। তবে এখন আমরা দেখছি, এই অভিযোগ অনেকটাই কমে এসেছে। আমরা মোটামুটি নিয়মিত পাসপোর্ট ডেলিভারি দিতে পারছি।
এনআই/এআইএস