মরিশাসে বাংলাদেশ হাইকমিশনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

‘এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন, পোর্ট লুইস কর্তৃক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে।
মরিশাসের স্বাস্থ্য ও সুস্থতা মন্ত্রণালয় ও ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিসের সার্বিক সহযোগিতায় রোববার (২৬ জানুয়ারি) বাংলাদেশ হাইকমিশন ভবনে এ রক্ত দান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হাইকমিশনার জকি আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মরিশাসের শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উত্তিম। তিনি রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।
হাইকমিশনার জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লবে শহিদ ও বেঁচে থাকা সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়ে বলেন, রক্তের কোনো বিকল্প নেই এবং এটি প্রবাসী বাংলাদেশি রক্তদাতাদের পক্ষ থেকে মরিশাসের জনগণের প্রতি বিশেষ উপহার।
তিনি আরও বলেন, আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং এ ধরনের মানবিক কাজে সবসময় আপনাদের সহযোগিতা আশা করছি।
মরিশাসের মন্ত্রী বলেন, বাংলাদেশ হাইকমিশন কর্তৃক আয়োজিত আজকের এ রক্তদান কর্মসূচি এক অনন্য উদাহরণ। প্রবাসী বাংলাদেশিরা আমাদের পরিবারের অংশ এবং আর্ত-মানবতার সেবায় তাদের স্বতঃ:স্ফূর্ত অংশগ্রহণ সবার জন্য অনুকরণীয়।
তিনি বাংলাদেশ হাইকমিশন কর্তৃক আয়োজিত এই মানবিক কর্মসূচির ভূয়সী প্রশংসা করে বলেন, এ পর্যন্ত আর কোনো দূতাবাস/হাইকমিশন এ ধরনের অনুষ্ঠান আয়োজন করেনি।
অনুষ্ঠানে ১২৮ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। প্রবাসী বাংলাদেশিরা স্বতঃ:স্ফূর্তভাবে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং রক্তদান করেন। হাইকমিশনের পক্ষ থেকে সব রক্ত দাতাদের একটি করে ‘প্রশংসা সনদ’ প্রদান করা হয়।
এনআই/এমএন