একুশে বইমেলায় বিপ্লবী কাব্যগ্রন্থ ‘যে মৃত্যু বিপ্লবী সে ধ্রুপদী’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, প্যারিস, ফ্রান্স’র সম্পাদনায় অমর একুশে গ্রন্থমেলা ২০২৫-এ পাওয়া যাচ্ছে কাব্যগ্রন্থ ‘যে মৃত্যু বিপ্লবী সে ধ্রুপদী’। পাবলিকেশন্স স্টুডেন্ট ওয়েজ’র ১০নং প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে কাব্যগ্রন্থটি।
দেশ থেকে হাজার মাইল দূরে কর্মব্যস্ত জীবনের মধ্যেও কাব্য চর্চায় সময় দেন কিছু প্রবাসী। তারই প্রতিফলন হিসেবে এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশি ১২ জন কবির সমন্বয়ে ৫টি করে মোট ৬০টি কবিতা সম্বলিত এ কাব্যগ্রন্থটি।
বইটিতে যাদের কবিতা রয়েছে– ডা. জিন্নুরাইন জায়গীরদার, ডাবলিন; শরীফ আহমেদ, কানাডা; আরজান ইভান, ঢাকা; শফিকুল ইসলাম সোহাগ, সিলেট; শামসুন ফৌজিয়া, নিউইয়র্ক; সেলিম আহমদ, প্যারিস; তাজ উদ্দীন, প্যারিস; সৈয়দ মন্জুরুল কাদির, প্যারিস; ইসরাত ফ্লোরা, প্যারিস; ফয়সল রেহান, দুবাই; আমজাদ হোসাইন, কুমিল্লা; সোহেল আহমদ, প্যারিস।
তাদের লেখা প্রকাশ করতে সমন্বয় করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার ফ্রান্সের যুগ্ম আহ্বায়ক কবি সোহেল আহমদ।
এসএসএইচ