মেলবোর্নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু ভাষার অধিকার ও সাংস্কৃতিক পরিচয়ের স্মারক নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গভীর আবেগ ও ঐক্যের প্রতীক। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি মিলনমেলা, যেখানে তারা মাতৃভাষা ও সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানোর সুযোগ পান।
রোববার (২৩ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার মেলবোর্নে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে ‘জাতীয় শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করে মেলবোর্ন বাংলা স্কুল ও মেলবোর্ন বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন।
অনুষ্ঠানে অতিথিরা স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে অমর একুশে উপলক্ষ্যে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন। প্রতিযোগিতার সার্বিক দায়িত্বে ছিলেন শিক্ষক জোবাইদা আলী, মিতা পারভীন ও নাসিমা খান। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ড. মাহবুবুর মোল্লা।
আরও পড়ুন
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন স্কুলের শিক্ষার্থী সুমাইয়া হক। এরপর ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের জন্য দোয়া করা হয়।
স্বাগত বক্তব্য দেন মেলবোর্ন বাংলা স্কুলের অধ্যক্ষ ও মেলবোর্ন বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশনের সভাপতি ড. মোল্লা মো. রাশিদুল হক। তিনি ভাষা আন্দোলনের পটভূমি ও ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অস্ট্রেলিয়ার উইলস অঞ্চলের ফেডারেল এমপি পিটার খলিল এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভিক্টোরিয়া রাজ্যের ব্রডমেডোজ অঞ্চলের স্টেট এমপি ক্যাথলীন ম্যাথিউজ-ওয়ার্ড।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মিলিত জাতীয় সংগীত ও অমর একুশের গান গেয়ে শোনান মেলবোর্ন বাংলা স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের জন্য ছিল এক স্মরণীয় মুহূর্ত, যেখানে তারা তাদের ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর আবেগের প্রকাশ ঘটাতে সক্ষম হয়েছেন।
এসএসএইচ