ঢাকা পোস্টের মালদ্বীপ প্রতিনিধিকে কচুয়া প্রেসক্লাবের সংবর্ধনা

প্রবাসী বাংলাদেশিদের হাসি-খুশি, সুখ-দুঃখের কথা তুলে ধরায় প্রবাসী সাংবাদিক ঢাকা পোস্টের মালদ্বীপ প্রতিনিধি মো. এমরান হোসেনকে সংবর্ধনা দিয়েছে চাঁদপুরের কচুয়া প্রেসক্লাব।
শনিবার (১ মার্চ) সন্ধ্যায় কচুয়া সদরের রাজমহল হোটেলের হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া প্রেস ক্লাবের সভাপতি মো. আতাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশনের কচুয়া প্রতিনিধি আলমগীর তালুকদার, সহ স্থানীয় গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের নানা সমস্যা সমাধানের লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছেন গণমাধ্যমকর্মীরা। তাদের ভূমিকা অপরিহার্য। তাই প্রবাসী সাংবাদিকদের স্মরণে এ সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন।
প্রবাসী সাংবাদিকদের সম্মানিত করার উদ্যোগের জন্য কচুয়া প্রেসক্লাবের নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রবাসী সাংবাদিক মো. এমরান হোসেন।
এসএসএইচ