বাংলাদেশি শিক্ষকের উদ্যোগে চীনে স্বেচ্ছাসেবী সংগঠন চালু

চীনের ফুজিয়ান প্রদেশের সানমিং বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করলে স্বেচ্ছাসেবী সংগঠন লেই ফাং ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার টিম। বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাংলাদেশি শিক্ষক ড. মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গঠনের উদ্যোগ নেন।
বুধবার (৫ মার্চ) বিকেলে স্বেচ্ছাসেবক দলের উদ্বোধন উপলক্ষ্যে ফুজিয়ান প্রদেশের সানমিং শহরের ছেন্ডা টাউনের কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয়ে পতাকা উত্তোলন অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সংগঠনের দলনেতা ড. মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে পতাকা গ্রহণ করেন এবং সানমিং শহরে প্রথম লেই ফাং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দলের আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়।
সানমিং বিশ্ববিদ্যালয়ের লেই ফাং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দল হলো একটি অলাভজনক সংস্থা, যা চীনা এবং আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের কমিউনিস্ট ইয়ুথ লীগ কমিটি, আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় অফিস এবং বিদেশি শিক্ষা স্কুলের (বিদেশি ভাষা স্কুল) নির্দেশনায় গঠিত হয়েছে।

স্বেচ্ছাসেবক দলটি লেই ফাং-এর চেতনা প্রচার, চীনা সংস্কৃতি সাথে বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতির সমন্বয় এবং একইসঙ্গে একটি উন্নত ভবিষ্যতের লক্ষ্যে আন্তর্জাতিক বিনিময় সহজতর করার জন্য কাজ করবে। জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দলটি লেই ফাং-এর চেতনা প্রদর্শন এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক সেবার বিকাশে অবদান রাখার চেষ্টা করবে।
সংগঠনের উদ্যোক্তা ও টিম লিডার বাংলাদেশি শিক্ষক ড. মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম বলেন, এটি কেবল একটি সম্মানের বিষয় নয়, বরং একটি মহান দায়িত্বও। আমরা বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করব, অর্থপূর্ণ কর্মকাণ্ডের মাধ্যমে লেই ফাং-এর চেতনা অনুশীলন করব, আন্তর্জাতিকভাবে সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব এবং সকলের জন্য একটি উন্নত ভবিষ্যৎ তৈরিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।
তিনি আরও বলেন, ভবিষ্যতে লেই ফাং-এর চেতনার আলোকে সানমিং বিশ্ববিদ্যালয়ের লেই ফাং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দল বিভিন্ন সেবামূলক উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, ভালোবাসার ও দয়ার মাধ্যমে উষ্ণতা ছড়িয়ে দেবে, কর্মের মাধ্যমে দায়িত্ব প্রদর্শন করবে এবং আন্তঃসাংস্কৃতিক বিনিময় এবং সহযোগিতা প্রচারের মাধ্যমে একটি অংশীদারিত্ব ভবিষ্যতের সঙ্গে একটি বিশ্ব সম্প্রদায় গঠনে যুব শক্তি অবদান রাখবে।
বর্তমানে স্বেচ্ছাসেবী দলটিতে বাংলাদেশ, চীন, মালি, নাইজেরিয়া, রাশিয়া, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, মঙ্গোলিয়া ও কিরগিজস্তানসহ ১০টি দেশের ৩৬ জন চীনা এবং আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থী রয়েছে।
এসএসএইচ