‘হারাম থেকে দূরে থাকার শিক্ষা দেয় রমজান’

জ্ঞানসম্পন্ন, সাবালক, রোজা পালনে সক্ষম— এমন সব মুসলিম নারী ও পুরুষের জন্য রমজান মাসে রোজা পালন করা ফরজে আইন ইবাদত। হারাম থেকে দূরে থাকার শিক্ষা দেয় রমজান। মহান আল্লাহ নিজেই তার বান্দাদের কবুল হওয়া রোজার প্রতিদান দেবেন।
শনিবার (৮ মার্চ) আব্বাসিয়া বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র আব্বাসিয়া অঞ্চলের আল আম্বাই শাখার উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
রোজা নিয়ে আলোচনায় তারা আরও বলেন, রমজান মাসে আমল থেকে শিক্ষা নিয়ে বছরের বাকী মাসগুলোতে হারাম হালাল বুঝে ব্যক্তি জীবন পরিচালনা করতে হবে।
‘রোজা রাখার পর কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেললে কাজা ও কাফফারা উভয়টি আদায় করতে হবে। একটি রোজার কাজা হলো একটি রোজা এবং কাফফারা হলো একনাগাড়ে ৬০টি রোজা রাখা অথবা ৬০ মিসকিনকে দুই বেলা আহার করানো অথবা দাসমুক্ত করা।’
আল আম্বাই শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় সভাপতি আব্দুল হালিম খানের সভাপতিত্বে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা পেশ করেন খতিব মাওলানা হাফেজ মোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবুল খায়ের, আবু হানিফ, রাশেদুল ইসলাম।
ইফতার মাহফিলে বাংলাদেশিদের পাশাপাশি ভারত, পাকিস্তানের প্রবাসীরা উপস্থিত ছিলেন।
এমএ