ইইউর প্রতিবেদন : বেড়েছে মানবপাচার

২০২৩ সালে ইইউতে প্রায় ১০ হাজার ৭৯৩ জন মানবপাচারের শিকার হয়েছেন, যা আগের বছরের তুলনায় ৬.৯ শতাংশ বেশি বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান অফিস ইউরোস্ট্যাট। এটি ২০০৮ থেকে ২০২৩ সালের মধ্যে রেকর্ডে থাকা সর্বোচ্চ সংখ্যা।
সংস্থাটি বলছে, ২০২৩ সালে ইইউতে প্রতি দশ লাখ মানুষের মধ্যে ২৪ জন মানবপাচারের শিকার হয়েছেন, যা ২০২২ সালে ছিল ২৩ জন।
ইইউতে সর্বোচ্চ পাচারের হার লুক্সেমবার্গ, গ্রীস, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া এবং সুইডেনে বেশি। অন্যদিকে ক্রোয়েশিয়া, লিথুয়ানিয়া, চেক প্রজাতন্ত্রে কম।
পাচার হওয়া ভুক্তভোগীদের মধ্যে পুরুষ থেকে নারীরা সংখ্যা বেশি। পরিসংখ্যান অনুযায়ী ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে নারী ও মেয়েদের পাচারের হার ০.৫ শতাংশ বেড়েছে।
নিবন্ধিত ভুক্তভোগীদের মধ্যে, ২০২৩ সালে যৌন নিপীড়নের শিকার হওয়ার সংখ্যা ছিলো সবচেয়ে বেশি, ৪৩.৮ শতাংশ। যদিও ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত যৌন নিপীড়নের সংখ্যা ধীরে ধীরে কমেছে। তবে জোরপূর্বক শ্রমের জন্য পাচারের শিকার নিবন্ধিত ভুক্তভোগীর সংখ্যা বেড়েছে।