লিডস বাংলাদেশ সেন্টারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

যুক্তরাজ্যে লিডস বাংলাদেশ সেন্টারের বোর্ড অব ডিরেক্টরসের উদ্যোগে বাংলাদেশ সেন্টারের হলরুমে গত সোমবার (২১ এপ্রিল) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
লিডস বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান হাজী ওয়াইশ মিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি জাহেদ আলীর পরিচালনায় সমাবেশে বিপুল সংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন কাউন্সিলর মতিন আলী, রফিক আহমদ, আসগার আলি, নর্থ ইংল্যান্ড বাংলাদেশ টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন নেবট্রার প্রেসিডেন্ট এম জি কিবরিয়া, কমিউনিটি নেতা সৈয়দ সালেহ আহমদ, আবুল আবেদীন, আনোয়ার গনি, দিলাউর রহমান মুজিব, ইয়াওর মিয়াসহ আরও অনেকে।
বক্তারা এমন আয়োজনের জন্য সেন্টার কমিটিকে ধন্যবাদ দেন এবং ভবিষ্যতেও এমন অনুষ্ঠান আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করেন। নেবট্রা প্রেসিডেন্ট এম জি কিবরিয়া পবিত্র রমজানে, এমনকি ঈদের দিনেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের রকেট হামলায় শত শত ফিলিস্তিনি হত্যার তীব্র নিন্দা জানান এবং গণহত্যা বন্ধে সবাইকে প্রতিবাদ করতে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে সেন্টারের উদ্যোগে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এসএসএইচ