যুক্তরাজ্যে গোলাপগঞ্জ কালচারাল ট্রাস্টের গুণীজন সম্মাননা

যুক্তরাজ্যে গোলাপগঞ্জ স্যোশাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকের উদ্যোগে গুণীজনদের সম্মাননা দেওয়া হয়েছে। লন্ডনের একটি হলে ‘গোলাপগঞ্জ অ্যাওয়ার্ড ২০২৪-২৫’, সংগঠনের বার্ষিক সাধারণ সভা, ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কমিউনিটির বিশিষ্টজনের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির হলরুমে বিকেলে সংগঠনের সভাপতি মোহাম্মদ দিলওয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ তানজিদ কাদির।
প্রথম পর্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বার্ষিক ও আর্থিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ ও কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় অ্যাওয়ার্ড অনুষ্ঠান, দেশে-বিদেশে অসামান্য অবদানের জন্য গোলাপগঞ্জের তিনজন গুণী ব্যক্তিকে গোলাপগঞ্জ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও পরবর্তীতে কমিউনিটিতে বিশেষ অবদান জন্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খানকে গোলাপগঞ্জ অ্যাওয়ার্ড-২০২৪ এ ভূষিত করা হয়। দীর্ঘ জীবনে যুক্তরাজ্য ও বাংলাদেশে শিক্ষার উন্নয়নের মাধ্যমে অসামান্য অবদানের জন্য প্রবীণ শিক্ষক তছউর আলীকে গোলাপগঞ্জ অ্যাওয়ার্ড-২০২৫ এ সম্মানিত করা হয়।
চিকিৎসা সেবার মাধ্যমে দীর্ঘসময় বিশেষ অবদানের জন্য ডাক্তার মোহাম্মদ সাইফুল আলম হান্নান জুয়েলকে গোলাপগঞ্জ অ্যাওয়ার্ড ২০২৫ এ সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার সাঈফ উদ্দিন খালেদ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, হারো কাউন্সিলের মেয়র সেলিম চৌধুরী, বার্কিং ডেগেনহাম কাউন্সিলের মেয়র মঈন কাদরি।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসাইন, জালালাবাদ অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাসিব মামুন, কাউন্সিলর কামরুল হাসান মুন্না, কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ, কাউন্সিলর মুজিবুর রহমান, সাবেক কাউন্সিলর তারিক খাঁন, শাহ শোহেল আমিন, শিক্ষাবিদ আব্দুর রকিব, লেখক গবেষক ফারুক আহমেদ, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান, সাংবাদিক আব্দুল মতিন, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইউনিটির অর্সগানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি ও ভয়েস অব টাওয়ার হ্যামলেটসের সম্পাদক সুয়েজ মিয়া, আয়োজক সংগঠনের উপদেষ্টা ফারুক আলী, সেলিম আহমেদ খান, দেওয়ান নজরুল ইসলাম, সেলিম উদ্দিন চাকলাদার, আব্দুল বারী নাছির, আমিনুল হক জিলু, শাফি মোহাম্মদ আব্দুর রউফ, সহ সভাপতি হেলাল উদ্দিন, ইকবাল আহমদ চৌধুরী, আবুল ওয়াদুদ, হুমায়ূন কবির চৌধুরী একলিম, ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হুদা খান, সহ কোষাধ্যক্ষ কামরুজ্জামান চাকলাদার, মেম্বারশিপ সেক্রেটারি কামাল উদ্দিন, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, মহিলা সম্পাদিকা নাজমিন আক্তার, ইসি সদস্য তমিজুর রহমান রঞ্জু, আব্দুল আহাদ কয়েছ, মকছুছ আহমেদ জোয়ারদার, মিছবাহ মাছুম, বোর্ড অব ডিরেক্টরস কমিটির সদস্য আব্দুস শুকুর, আব্দুল আজিজ ফারুক, আব্দুল কাদির, দিদার আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউকের প্রতিষ্ঠাকালীন সভাপতি সায়াদ আহমেদ সাদ, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি মকলু মিয়া, আফসার হোসেন এনাম, ব্রিশ্টল সিটির সাবেক লর্ড মেয়র ফারুক চৌধুরী, সাংবাদিক মিসবাহ জামাল, চৌধুরী মুরাদ,কামরুল আই রাসেল ও শিক্ষক মুহি মিকদাদসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ব্রিটেনের জনপ্রিয় শিল্পী শতাব্দি রায় ও অন্যান্য শিল্পীরা।
এসএসএইচ