পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে পয়লা বৈশাখ উদযাপন

পর্তুগালে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ১৪৩২ বাংলা বর্ষবরণ উদযাপন হয়েছে। রোববার (২৭ এপ্রিল) দেশটির বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে পয়লা বৈশাখ উদযাপন করা হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত এম মাহফুজুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
রাষ্ট্রদূত বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা এবং পর্তুগালে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা যাতে সবাই বাংলাদেশিদের এই বড় একটি উৎসব উদযাপনের সঙ্গে সঙ্গে একে অন্যের সম্প্রীতি আরও বাড়িয়ে তুলতে পারেন।
তিনি আরও বলেন, দূর পরবাসে বাংলাদেশিরা দেশীয় ঐতিহ্যের আনন্দ আয়োজন থেকে আড়ালে থাকেন আজকের এই উৎসব কিছুটা হলেও আমাদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেবে। তাছাড়া পরবর্তীতে এর চেয়ে আরও বড় পরিসরে বর্ষবরণের এই আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।
বৈশাখকে স্বাগত জানিয়ে গান এবং নাচের মাধ্যমেই দিনের প্রথম ভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অতঃপর শিশুদের জন্য বয়স ভিত্তিক এবং মহিলাদের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দেশীয় হরেক রকমের খাবার যেমন ফুচকা, চটপটি, ঝালমুড়ি, দেশীয় পিঠা, ইলিশ ভাতসহ নানান পদের খাবার এবং পোশাকের পসরা বসিয়েছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী মাসুম নামের এক প্রবাসী বাংলাদেশি বলেন, একটু দেরিতে হলেও আমরা এই বড় উৎসবটি উদযাপন করতে পারছি একে অন্যের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে পারছি প্রবাসে এটা আমাদের একটা বড় আনন্দ। সব প্রবাসী বাংলাদেশিরা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে বাংলাদেশ দূতাবাস লিসবনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এমএন