লন্ডনের বার্কিং-ড্যাগেনহ্যাম কাউন্সিলের সম্মাননা প্রদান

বহুজাতিক মানুষের বসবাস যুক্তরাজ্যের বিভিন্ন শহরে, তেমনি পূর্ব লন্ডনের বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যাম কাউন্সিল এলাকাও একটি। কমিউনিটির মানুষদের নিজ নিজ সৃজনশীল কর্মের বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হলো।
মঙ্গলবার (২৯ এপ্রিল) অপরাহ্ণে পূর্বলন্ডনের বার্কিং টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তদের হাতে সনদ–সম্মাননাস্বারক তুলে দেন বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যাম কাউন্সিলের মেয়র মইন কাদরী।
বিশেষ অবদানের জন্য মেয়রের কাছ থেকে সম্মাননা ও সনদ গ্রহণ করেন— কমিউনিটি ব্যক্তিত্ব শেখ ফারুক আহমদ, ট্রেসি কোলম্যান, ব্যারিস্টার লুৎফর রহমান, ড. আনিসুর রহমান, সুয়েজ মিয়া, মোহাম্মদ শাকির হোসেন, জুয়েল চৌধুরী, মোহাম্মদ রহমান, ওলাকিতান রোটিম, জেন গুসট্রি, জন-পল রেনল্ট, আবদুল হালিম, অ্যালেক্স দিনিত্রভ, অ্যান-মারিয়া, মীরা বড়ুয়া, কিটন শিকদার, এমডি মনির হোসেন, নজরুল ইসলাম কাজী, নজরুল ইসলাম সরকার, পূজা নিকি, রিপন উদ্দিন,স্মৃতি আজাদ, ইফতেখার, সুজন বড়ুয়া (ডোনেশন), নজরুল হক বিশাল ও টনি উইলিয়ামস।
এমএন