লন্ডনে গ্রেটার শাহার পাড়া যুবসংঘের সভা অনুষ্ঠিত

লন্ডনে গ্রেটার শাহার পাড়া যুবসংঘের ৭৪তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে সংগঠনের নবনির্বাচিত সভাপতি আবুল বশর কামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৪তম সাধারণ সভা পরিচালনা করেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শাহআলম কামালী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক সেক্রেটারি আব্দুল আউয়াল কামালী সেজু।
সভায় সংগঠনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ব্যাপক আলোচনার পর ‘গ্রেটার শাহার পাড়া যুবসংঘ শিক্ষাবৃত্তি’ আগের মতো দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
একটি মানবিক আবেদনের চিঠি এলে তাতে সংগঠনের পক্ষ থেকে চিকিৎসার জন্য শিগগিরই একটি অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় আরও কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত সর্বসম্মতিতে গৃহীত হয়।
সভায় আলোচনায় অংশগ্রহণ করেন আব্দুর রহিম কামালী, আব্দুর রহমান, ইঞ্জিনিয়ার ছদরুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, আখতার মিয়া কামালী, আব্দুস সালাম কামালী, সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, সিতু মিয়া কামালী, আব্দুল আউয়াল কামালী, লুৎফর রহমান কামালী, শায়েখ কামালী, সিদ্দেক কামালী, রায়হান কামালী, দিনার কামালী, জাইদুর কামালী, জাবেদ কামালী, বদরুল কামালী, শ্যামল কামালী প্রমুখ।
নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
এসএসএইচ