ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেন অ্যালায়েন্সের সভা

যুক্তরাজ্যের লন্ডনে বার্কিং ও ডাগেনহ্যামের মেয়রের তত্ত্বাবধানে বার্কিং টাউন হলে ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেন অ্যালায়েন্সের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে অনুষ্ঠিত এ সভায় বার্কিং ও ডাগেনহ্যামের মেয়র, কাউন্সিলর মঈন কাদরি উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তব্য দেন।
এ সভায় অতিথিদের মধ্যে বক্তব্য দেন- ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেন অ্যালায়েন্সের সভাপতি কাউন্সিলর পারভেজ আহমেদ, ভাইস চেয়ারম্যান আহবাব হোসেন, সাধারণ সম্পাদক কাউন্সিলর আয়াছ মিয়া, কোষাধ্যক্ষ খালেস আহমেদ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক কাউন্সিলর হুমায়ুন কবির, নির্বাহী সদস্য আব্দুল মুকিত এমবিই, আব্দুল আসাদ, সৈয়ফুল আলম, সাধারণ সদস্য রাজীব আহমেদ, দরস উল্লাহ ও হ্যারোর মেয়র সেলিম চৌধুরী প্রমুখ।
এ সভায় বক্তারা বলেন, এটি অত্যন্ত ফলপ্রসূ এবং সফল সভা ছিল। আমরা সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েছি। আমাদের সম্প্রদায় ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে সেতুবন্ধন তৈরি করা কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনা করেছি।
এমএন