শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আবুধাবিতে শ্রমিক দলের সমাবেশ

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শিল্পনগরী মোছাফ্ফাহ সানাইয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে শুক্রবার (২ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এ সমাবেশ হয়।
সরওয়ার আলম ভুট্টোর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবলুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউএই কেন্দ্রীয় বিএনপির আহ্বায়ক কমিটির প্রভাবশালী সদস্য জাকির হোসেন খতিব। প্রধান বক্তা হিসেবে ছিলেন- ইউএই কেন্দ্রীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক এইচ এম এরশাদুল আলম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আবুধাবি বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আমানুল কিবরিয়া, ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী মোহাম্মদ আলী, ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুসা আল- মাহমুদ, ইউ শ্রমিক দলের সহ-সভাপতি ও দুবাই শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম, বানিয়াছ বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শহিদ, আল-আইন শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও আবুধাবি স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু রাসেল (সোহেল) ইউএই শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন রাজু, ইউএই শ্রমিক দলের দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক সাহেব, আবুধাবি বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন সাহেব, আবুধাবি শ্রমিক দলের সহ-সভাপতি জিয়াউর রহমান সাহেব, বানিয়াছ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জসিম, মহিলা বিষয়ক সম্পাদিকা আমেনা বেগম, আবুধাবি শ্রমিক দলের সহ-সভাপতি শাহাবুদ্দিন, আবুধাবি বিএনপি নেতা প্রফেসর সাইফুল ইসলাম, মুসাফফা যুবদলের আহ্বায়ক শাহাজাহান মিয়া, আবুধাবি যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ খান, মোছাফফা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান, আবুধাবি যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রবিউল হোসেন (রাসেদ), যুগ্ম সম্পাদক মো. সোহেল আবুধাবি শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শাহিন উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আবুধাবির সাধারণ সম্পাদক মো. আরিফ, আবুধাবি ফটিকছড়ি ফোরামের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন, আবুধাবি শ্রমিক দলের নেতৃবৃন্দদের যুগ্ম সম্পাদক ইস্কান্দার হোসেন রুমন, মাহাবুব আলম, মো. ইলিয়াস, গোলাফর রহমান, মো. আলম, মো. নজরুল, মো. মোস্তফা।
বিভিন্ন স্টেট থেকে আগত শ্রমিক দলের নেতৃবৃন্দ সহ যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিশ্বের সকল শ্রমিকদের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এমএ