কাতারে প্রবাসীর বাবার মৃত্যুতে দোয়া মাহফিল

চট্টগ্রাম এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ও মধ্যপ্রাচ্য প্রবাসী ইঞ্জিনিয়ার সালাউদ্দীন আলীর বাবা কাশেম আলীর মৃত্যুতে দোয়া মাহফিল করেছে কাতার প্রবাসী চট্টগ্রামবাসী।
কাতারের স্থানীয় সময় সোমবার (১২ মে) রাত ১০টায় রাজধানীর দোহা জাদিদ নিউ জামান রেস্টুরেন্টে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কাতার প্রবাসী আব্দুল জলিলের সভাপতিত্বে ও আনোয়ার হোসেন মামুনের পরিচালনায় দোয়া মাহফিলেও আরও উপস্থিত ছিলেন হাজী বাসার সরকার, মোজাম্মেল হোসেন সোহাগ, ইসমাইল ইমু, নুরুল আফসার বাবুল, অধ্যাপক আমিনুল হক কাজল, গোলাম মাওলা আকাশ, মেহেদী হাসান পলাশ, রিয়াজ হোসেন সাদ্দাম, মোশারফ হোসেন জনি, ফসিউল আলম শাহীন, মহিউদ্দিন চৌধুরী, আরিফ উদ্দিন রৌশন প্রমুখ।
আরও পড়ুন

মরহুম কাশেম আলীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফেজ মাওলানা ওয়ালী উল্লাহ আব্দুছ্ ছামাদ আল-গাজী।
উল্লেখ, চট্টগ্রাম এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ও মধ্যপ্রাচ্য প্রবাসী ইঞ্জিনিয়ার সালাউদ্দীন আলীর বাবা কাশেম আলী বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এসএসএইচ