মালয়েশিয়ায় দুই নারীসহ ৬ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ার কামপুং তুয়ালাং ৭ এলাকার একটি নারিকেল বাগান থেকে ছয়জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন নারী রয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে দেশটির পুলিশ।
ইপোহ জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার আবাং জাইনাল আবিদিন আবাং আহমদ বলেন, আটককৃতদের বয়স ৩২ থেকে ৪৯ বছরের মধ্যে। তাদের মধ্যে দুই নারী ও দুই পুরুষের বৈধ ভ্রমণ নথি নেই বলে সন্দেহ করা হচ্ছে।
আরও পড়ুন
তিনি বলেন, গতকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিশেষ অপরাধ প্রতিরোধ টহল অভিযানের সময় নারিকেল বাগান থেকে আটক করা হয়।
আবাং জাইনাল আবিদিন বলেন, পতিতাবৃত্তি ও দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বৈধ ভ্রমণ নথি নেই। ঘটনাস্থল থেকে আলামতও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মালয়েশিয়ার দণ্ডবিধির ৩৭২বি ধারা এবং ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন ৬(১)(সি) ধারায় মামলা হয়েছে।
এমএসএ