বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চীন শাখার উদ্যোগে আলোচনা সভা

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, ১ সেপ্টেম্বর। এ উপলক্ষ্যে বিএনপি চীন শাখার উদ্যোগে গুয়াংজু ও শেনজেন শহরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে দেশের গৌরবময় ইতিহাস, গণতন্ত্রের সংগ্রাম এবং দলের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। চীন বিএনপির নেতা আসিফ হক রুপুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চীন বিএনপির নেতা সাখাওয়াত হোসেন কানন।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলে— দলের চীন শাখার নেতা শেখ মাহবুবুর রশীদ, ওয়ালী উল্লাহ, এস এম আল-আমিন, হাসমত আলী মৃধা জেমস, সালাউদ্দিন রিক্তা, মনোয়ার বায়েজীদ, মো. রোমান, জসিম উদ্দিন, খোরশেদ আলম অপু, মো. রাসেলসহ আরও অনেকে।
আরও পড়ুন
উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় বিএনপির অবদান স্মরণ করেন এবং চীনে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এনএফ