বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরার সন্ধান বতসোয়ানায়

আফ্রিকার দেশ বতসোয়ানায় ১০৯৮ ক্যারেটের একটি হীরার সন্ধান পাওয়া গেছে। কর্তৃপক্ষ দাবি করছে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম উন্নত ধরনের হীরা।
গত ১ জুন (মঙ্গলবার) বতসোয়ানার উত্তরের শহর দেবসওয়ানায় হীরাটির সন্ধান পাওয়া যায়। হীরাটি পরে দেশটির রাষ্ট্রপতি মকগুইয়েসি মাসিসিকে দেখানো হয়।
দেশটির খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠান দেবসোয়ানা হীরা সংস্থার ম্যানেজিং ডিরেক্টর লিনেট আর্মস্ট্রং দাবি করেন, এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরা।

হীরাটি দুর্লভ ও অসাধারণ দাবি করে তিনি বলেন, বতসোয়ানায় পাওয়া এই হীরা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। হীরাটি কোম্পানির ইতিহাসে সবচেয়ে দামি, যা তাদের ব্যবসার ক্ষতি পুষিয়ে উঠতে সহায়তা করবে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরাটিও ২০১৫ সালে বতসোয়ানার উত্তর-পূর্বের কারওয়েতে পাওয়া যায়। ১১০৯ ক্যারেটের হীরাটি দেখতে টেনিস বলের মতো।
১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া ৩১০৬ ক্যারেট কুলিনান হীরটি বিশ্বের সবচেয়ে বড় হীরার রেকর্ড ধরে রেখেছে।
জেডএস