মিউনিখে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জার্মানির বায়ার্ন মিউনিখ রাজ্য শাখার উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জার্মান বিএনপি নেতা ও দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রেজুওয়ান ইসলাম রাজু। আলোচনা সভা পরিচালনা করেন আরিফ আহমেদ সোহাগ।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহিউদ্দিন আল ফাতেহ। পরে জুলাই বিপ্লব, মহান মুক্তিযুদ্ধ এবং বিগত বছরগুলোতে সরকারবিরোধী আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. মোতাহার হোসেন, সাবেক ছাত্রদল নেতা তানভীর আহমেদ রিজভি, বিএনপি নেতা মো. সাব্বির আহমেদ, মো. আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের জার্মানি পশ্চিম শাখার সদস্য যুবায়ের মোহাম্মাদ ইলিয়াস, স্বেচ্ছাসেবক দলের সদস্য আশরাফুজ্জামান সোহাগসহ অনেকে।
বক্তারা বলেন, প্রবাসী ভোটারদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে এবং প্রবাসীরা যেন বিএনপিকে ভোট দেয় সেই লক্ষ্যে প্রচারণা চালাতে হবে। তারা বলেন, সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির বিকল্প নেই। তাই তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাহবুবুল হক ফরহাদ, আহমেদ নিজাম, শেখ হোসাইন মোহাম্মাদ বাদল, নান্নু আহমেদ, এইচ এম মুকুল, সাইফুল ইসলাম, শাহিন আহমেদ, সাখাওয়াত হোসেন শাকিল, মো. কামরুল ইসলাম শামিম, মিরাজ আহমেদ, সাইফুল ইসলামসহ অন্যান্য নেতারা।
জেডএস