মালয়েশিয়ায় বিএনপির বুকিত বিন্তাং শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালয়েশিয়া শাখার বুকিত বিন্তাং ইউনিটের কর্মী সম্মেলন। গত রোববার (২৮ সেপ্টেম্বর) আম্পাং জি-টাওয়ার হোটেলের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে নবগঠিত কমিটির সভাপতি আনোয়ার হোসেন সেলিমের সভাপতিত্বে ও নতুন কমিটির সাধারণ সম্পাদক বুকিট বিন্তাং মো. সোহেল রানা আজাদের সঞ্চালনায় কোরান তেলাওয়াত, জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, বিএনপির সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানো শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার সর্বত সহযোগিতায় লাখ লাখ পেশাজীবী ও বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেন।
প্রবাসীদের ভোট প্রদান গণতান্ত্রিক অধিকার। তাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে বিএনপি বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছেন। আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীরা তাদের পছন্দের জনপ্রতিনিধিকে ভোট দিতে পারবেন তা নিশ্চিত করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন কমিশন।
প্রবাসীদের প্রশংসা করে আলতাফ হোসেন চৌধুরী বলেন, এখন বিএনপির প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে। গুজবে কান দেবেন না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সুশৃঙ্খল রাজনীতির পক্ষে। তাদের হাত ধরে আপনারা বিএনপিকে আরও শক্তিশালী করে আগামী নির্বাচনে সরকার গঠনে আপনাদের চেষ্টা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আরও বক্তব্য দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী, বিএনপি নেতা মনির খান ও অনুষ্ঠানের প্রধান বক্তা বিএনপি মালয়েশিয়ার সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন— অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপি মালয়েশিয়ার সহ-সভাপতি ড. এস এম রহমান তনু, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, জাসাস মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি আসাদুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক বুকিট বিন্তাং মো. সোহেল রানা আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি বুকিট বিন্তাং এম জে কাওসার ও মো. ফারহাদ আহম্মেদসহ আরও অনেকে।
এমএন