নিউইয়র্কের জনপ্রিয় পত্রিকা ‘ঠিকানা’র ৩২ বছর পূর্তি

নিউইয়র্কের অন্যতম জনপ্রিয় সাপ্তাহিক বাংলা পত্রিকা ঠিকানার যাত্রা শুরু হয় ১৯৯০ সালের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন। পত্রিকাটি এ বছরের ২১ ফেব্রুয়ারিতে ৩১ পেরিয়ে ৩২ বছরে পদার্পণ করেছে।
করোনাভাইরাস মহামারির কারণে যথাসময়ে পাঠকপ্রিয় সাপ্তাহিক ঠিকানার ৩২ বছর পূর্তি পালন না করতে পারলেও গতকাল এ উপলক্ষে কুইন্সের অভিজাত রেস্টুরেন্ট ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় এক প্রীতি সমাবেশের আয়োজন করা হয়।
সাপ্তাহিক ঠিকানা পত্রিকার সম্পাদক এম এম শাহীন। তিনি যুক্তরাষ্ট্রে সিলেটবাসীর সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন ও লিগ অব আমেরিকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। নিউইয়র্কের জনপ্রিয় এ পত্রিকার বার্তা সম্পাদক শহীদুল ইসলাম।
সন্ধ্যার পর এ প্রীতি সমাবেশ অংশ নেন আসন্ন নির্বাচনে দুই মেয়র প্রার্থী অ্যান্ডু ইয়াং ও ক্যাথেরিন গার্সিয়া। এছাড়াও অংশ নেয় বহু মূল ধারার রাজনীতিবিদ, সাংবাদিক, কবি, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সাহিত্যিক, এবং ব্যবসায়ীসহ অনেকে।
ঠিকানা শুভানুধ্যায়ীদের পদভারে অভিজাত রেস্টুরেন্ট ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা পরিণত হয় এক বিশাল মিলনমেলায়। পুরো সন্ধ্যা জুড়ে চলে প্রাণবন্ত আড্ডা গল্প, নাচ এবং গান। সাপ্তাহিক ঠিকানা পত্রিকার সম্পাদক এম এম শাহীন এবং বার্তা সম্পাদক শহীদুল ইসলাম একে একে সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানের উপস্থাপক আশরাফুল হাসান বুলবুল একে একে সব অতিথিকে পরিচয় করিয়ে দেন। এসময় দুই মেয়র প্রার্থী ছাড়াও বক্তব্য রাখেন স্টেট সিনেটর জন লু, স্টেট সিনেটর ও ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট প্রার্থী লুইস সেপুলভিদা, সিটি কাউন্সিল প্রার্থী বদরুন নাহার খান মিতা, এন মজুমদার, মির্জা মামুন, সোমা সাইদ, সাবুল উদ্দিন, সাইফুর খান প্রমুখ।
আরএইচ