নিরাপদ দূরত্ব না মানায় সিঙ্গাপুরে ৬১ জনকে জরিমানা

নিরাপদ দূরত্ব না মানায় সিঙ্গাপুরে ৬১ জনকে জরিমানা করা হয়েছে। দেশটির ন্যাশনাল পার্ক বোর্ড পরিচালিত পার্ক ও সৈকতে গত ছুটির দিনে তাদের জরিমানা করা হয়।
সিঙ্গাপুরের সাস্টেইনেবল মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, যাদের জরিমানা করা হয়েছে তাদের কেউ কেউ মাস্ক পরিধান করেননি। অনেকে সমবেত হয়ে ঘোরাঘুরি করছিল। তারা নিরাপদ দূরত্ব মানেননি।
যারা প্রথমবার স্বাস্থ্যবিধি মানার অপরাধ করেছেন তাদের ৩০০ মার্কিন ডলার জরিমানা করা হয়। আর যারা দ্বিতীয়বারের মতো অপরাধ করেছেন তাদের এর চেয়েও বেশি ডলার জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৮ জুন) সাস্টেইনেবল মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি সংস্থাগুলো খাবার স্থানগুলোসহ অন্যান্য হটস্পটে ২১ জুন থেকে তল্লাশি চালাবে। যারা নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরএইচ