চীনে বাংলাদেশি কমিউনিটির পিকনিক ও নবীনবরণ

চীনের বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে একটি উদ্যমপূর্ণ পিকনিক ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, বাংলাদেশ থেকে আগত নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো ও কমিউনিটির সদস্যদের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে তোলাই ছিল এ আয়োজনের প্রধান উদ্দেশ্য।
বাংলাদেশি কমিউনিটি হাংঝোর উদ্যোগে ঝেচিয়াং প্রদেশের রাজধানী হাংঝো শহরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন ড. ফারুক পিয়াস, মো. মাজহারুল ইসলাম, শাহিনুর রহমান, ওয়াসেল হাসান ও শরীফ মন্ডলসহ অন্যরা।
আরও পড়ুন
আয়োজকরা জানান, এটি ছিল নতুন ও পুরাতন শিক্ষার্থীদের মধ্যে একটি সেতুবন্ধন। অনুষ্ঠানে উপস্থিত সবাই স্বতঃস্ফূর্তভাবে একে অপরের সঙ্গে পরিচিত হয়েছেন এবং আনন্দঘন সময় কাটিয়েছেন। সংগীত আয়োজন অনুষ্ঠানের পরিবেশকে করেছে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর।
এছাড়াও ফুলের তোড়া দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
এসএসএইচ