চীনে লিগেসি অব দ্যা স্নোস আন্তর্জাতিক ফোরাম অনুষ্ঠিত

চীনের শানসি প্রদেশের ইয়ানআন শহরে লিগেসি অব দ্যা স্নোস আন্তর্জাতিক ফোরাম অনুষ্ঠিত হয়েছে। ফোরামে বিদেশি নাগরিকদের চীনা বিপ্লবে সহায়তা, আন্তর্জাতিক বন্ধু এবং গুঙ হ মুভমেন্ট, আমেরিকান প্রতিবেদক এডগার স্নো এবং তার স্ত্রী হেলেন ফস্টার স্নোকে নিয়ে বিশেষ আলোচনা করা হয়।
গত ১৭ থেকে ১৯ জুন লিগেসি অব দ্যা স্নোস আন্তর্জাতিক ফোরামটি ইয়ানআন শহরের রেড স্টার গার্ডেনে অনুষ্ঠিত হয়। ফোরামটি চীনা পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস এবং শানসি প্রভিন্সিয়াল পিপলস গভর্নমেন্টের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।
চীনা পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিসের চেয়ারম্যান লিন সংথিয়ান, শানসি প্রদেশের ভাইস গভর্নর ওয়ে চিয়ানফং এবং ইয়ানআন সিটির মেয়র শুয়ে ঝানহাই ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য রাখেন।
চীনা পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিসের চেয়ারম্যান লিন সংথিয়ান আমেরিকান প্রতিবেদক এডগার স্নো এবং তার মতো অন্যান্যদের কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, তারা চীনকে একটি বিস্তৃত, বাস্তব এবং ত্রিমাত্রিক উপায়ে বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সাংবাদিকরা প্রতিবেদক এডগার স্নোর মতো চীনের গল্প যে ভাষাকে মানুষ বুঝতে, অনুভব করতে এবং স্মরণ করতে পারে এমন ভাষায় বলতে অনুরোধ করেন।
শানসি প্রদেশের ভাইস গভর্নর ওয়ে চিয়ানফং বলেন, বিদেশি নাগরিক যারা শানসি প্রদেশে দীর্ঘকাল ধরে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সহয়তা করেছে এবং সমর্থন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, সাংবাদিক এডগার স্নোর মাধ্যমে বিদেশি নাগরিকরা চীনা কমিউনিস্ট পার্টির সংগ্রাম শতাব্দীকাল ধরে সাক্ষী ও অংশ হয়ে আছে।
ফোরামে চীনা পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রির ৯টি দেশ থেকে ২১ জন বিদেশি বন্ধু এবং আত্মীয়দের প্রতিনিধি, বাংলাদেশ, আমেরিকা, জার্মানি, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়াসহ চীনে বসবাসরত এবং কর্মরত বিদেশি নাগরিক, বিভিন্ন দেশের ২০টিরও বেশি মূলধারার বিদেশি মিডিয়া সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল।
উল্লেখ্য, ১৯৩০ এবং ১৯৪০ এর দশকে ১০টিরও বেশি দেশের ১০০ জনের বেশি বিদেশি নাগরিক চীনা জনগণের মুক্তির পক্ষে সমর্থন ও অংশ নিতে ইয়ানআন শহরে সফর করেছিল। তারা চীনা কমিউনিস্ট পার্টি বিপ্লব, সত্য ও সঠিক তথ্য দেশ বিদেশে প্রচার করে ছিলেন।
এসকেডি