মালদ্বীপে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মালদ্বীপের রাজধানী মালের তিলাফুশি আইল্যান্ডের একটি হলরুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৫ই, ডিসেম্বর) রাতে এই দোয়া মাহফিলের আয়োজন করেন দ্বীপটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান।
মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত এবং পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন মাওলানা ফরিদ উদ্দিন। এ সময় মোনাজাতে শরীক হয়ে প্রবাসী বাংলাদেশিরা একযোগে খালেদা জিয়ার আশু নিরাময় ও সুস্থতা চান। দেশ ও গণতন্ত্রের উত্তরণে খালেদা জিয়া যেন লন্ডন থেকে চিকিৎসা নিয়ে দীর্ঘায়ু পান সেই কামনাও করেন তারা।
মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান বলেন, দেশ এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে বেগম খালেদা জিয়াকে জাতির খুব প্রয়োজন। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশকে সঠিক দিকনির্দেশনা দেবেন এ প্রত্যাশা ব্যক্ত করেন, একইসঙ্গে সবার প্রতি খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করারও আহ্বান জানান তিনি।
মাহফিলে বিএনপি মালদ্বীপ শাখার সিনিয়র নেতাকর্মীরা ছাড়াও উক্ত আইল্যান্ডে বসবাসরত সাধারণ প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
মাহফিলে অংশ নেওয়া প্রবাসীরা বলেন, আমাদের সবার প্রিয় দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা।
বিএনপি মালদ্বীপ শাখার সহ-সভাপতি এমরান হোসেন তালুকদারের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন দলটির সহ-সভাপতি মো. ফারুক, যুগ্ম সম্পাদক রবিউল আলম, সহ-প্রচার সম্পাদক মো. হালিম ভুঁইয়া, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহা্জী, মাহফিলের আয়োজক প্রবাসী ব্যবসায়ী আবু আহাম্মদ সেলিম মিয়া, জাতীয়তাবাদী তাঁতি দলের মালদ্বীপ শাখার আহ্বায়ক এসকে আবু মুছা, ফয়সাল হাবিব ও আবদুল কাদের প্রমুখ।
এমএন