ইউনানের সাংস্কৃতিক-প্রাকৃতিক সৌন্দর্য অন্বেষণে আন্তর্জাতিক প্রতিনিধি দল

চীনের ইউনান প্রদেশের হৃদয়ে এক সপ্তাহব্যাপী এক অনন্য ভ্রমণে মেতেছিল বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশেষজ্ঞ, সাংবাদিক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের একটি দল।
ইউনান প্রাদেশিক সংস্কৃতি ও পর্যটন বিভাগ এবং চায়না ডেইলির যৌথ আয়োজনে এই ‘ডিসকভারি ইউনান’ ট্যুরের উদ্দেশ্য ছিল অঞ্চলটির অনন্য নৃতাত্ত্বিক ঐতিহ্য, ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের গভীরে প্রবেশ করা।
সফর শুরু হয় শিমাও গ্রামে, ওয়া জাতিগোষ্ঠীর আদিবাসী গ্রাম, যা এর নাটকীয় রূপান্তরের গল্প ও সাংস্কৃতিক সংরক্ষণের জন্য প্রশংসিত। অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী কৃষ্টি ও আধুনিক উন্নয়নের মিশেলে একটি জীবন্ত সম্প্রদায়ের চিত্র দেখেন।
এরপর থংছংয়ের আগ্নেয়গিরি অঞ্চলে দলটি প্রাকৃতিক বিস্ময়ের মুখোমুখি হয়। তারা ভূ-তাপীয় হট স্প্রিংয়ের সুস্থতা উপভোগ করেন এবং থংছং আগ্নেয়গিরি ও ভূ-তাপীয় জাতীয় ভূতাত্ত্বিক উদ্যানের ম্যাগমাটিক দৃশ্য প্রত্যক্ষ করেন। কেউ কেউ উত্তপ্ত বায়ু বেলুনে চড়ে আকাশ থেকে আগ্নেয়গিরির প্যানোরামিক দৃশ্য অবলোকন করেন।
শান্তির খোঁজে দলটি জিঙ্কগো গ্রামে যায়, শরতের সোনালি রঙে রাঙানো প্রাচীন জিঙ্কগো গাছের মোহনীয় দৃশ্য উপভোগ করে। সফরের শেষ গন্তব্য ছিল ঐতিহাসিক হশুন প্রাচীন শহর, যেখানে তারা শতাব্দীপ্রাচীন হশুন লাইব্রেরি পরিদর্শন করেন এবং মার্কসবাদী দার্শনিক আই সিছি-র স্মৃতিবিজড়িত বাসস্থান দেখেন।
বাংলাদেশসহ আন্তর্জাতিক প্রতিনিধিরা ইউনানের সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা, পরিবেশগত স্থিতিশীলতা ও স্থানীয় সম্প্রদায়ের উন্নয়নে ভারসাম্য বজায় রাখার প্রশংসা করেন।
এসএসএইচ