লন্ডনে বাইস কাদিরের ১৬তম একক চিত্রপ্রদর্শনী

লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো চিত্রশিল্পী বাইস কাদিরের ১৬তম একক চিত্রপ্রদর্শনী। ‘সেভ দ্য চিলড্রেন’ শীর্ষক মানবিক বার্তাধর্মী এ প্রদর্শনীর উদ্বোধন গত ১১ ডিসেম্বর বিকেল ৬টায় লন্ডনের ব্রাডি আর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার গ্যালারিতে অনুষ্ঠিত হয়।
লন্ডনের শিল্প-অনুরাগী, কমিউনিটি নেতারা ও বিভিন্ন গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। প্রদর্শনীটি সাধারণ দর্শনার্থীদের জন্য ১২ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত উন্মুক্ত রাখা হয়েছে, যাতে শিল্পপ্রেমীরা বাইস কাদিরের সৃষ্টিশীল শিল্পভাষাকে কাছ থেকে উপভোগ করতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাইস কাদির তার এবারের প্রদর্শনীর মূল শিরোনাম ‘সেভ দ্য চিলড্রেন’ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, পৃথিবীর বিভিন্ন স্থানে নিপীড়িত ও সুবিধাবঞ্চিত শিশুদের বাস্তবতা, স্বপ্ন ও সংগ্রাম তার চিত্রকর্মে প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পরে তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে গ্যালারির প্রতিটি শিল্পকর্ম ঘুরে দেখেন এবং প্রতিটি ছবির পেছনের শিল্প-ভাবনা তুলে ধরেন।
দীর্ঘ প্রায় দেড় দশক পর আবারও লন্ডনে তার একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হলো। এর আগে লন্ডনসহ ভারত ও বাংলাদেশে তার একাধিক একক ও যৌথ প্রদর্শনী সফলভাবে সম্পন্ন হয়েছে, যা তাকে শিল্পমহলে বিশেষ পরিচিতি এনে দিয়েছে।
চিত্রকলায় অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাইস কাদির বহু দেশি-বিদেশি সম্মাননায় ভূষিত হয়েছেন। সম্প্রতি তিনি স্টার পারফরমার অ্যাওয়ার্ড ২০২৫, এক্সেলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫, পাশাপাশি মালয়েশিয়া ও সিঙ্গাপুরে আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন।
কমিউনিটি সংগঠক আব্দুল বাছির এবং লেখক-সাংবাদিক আনোয়ার শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কমিউনিটি ব্যক্তিত্ব আতাউর রহমান আঙুর, সাংবাদিক মোছলেহ উদ্দিন, দেলোয়ার হোসেন লেবু, আবজল হোসেন, আব্দুল লতিফ নিজাম, সেলিম উদ্দিন চাকলাদার, সায়াদ আহমদ সাদ, সুহেল আহমদ চৌধুরী, আব্দুল কাদির, জাকির হোসেন, সিদ্দিকুর রহমান নির্ঝর, সৈয়দ জহুরুল হক, শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, আব্দুল খালিক ফখর, সাংবাদিক মারুফ আহমদ, কিশোয়ার এনাম লিটন, আবুল হোসেন এবং রুমানা এনাম প্রমুখ।
অতিথিরা বাইস কাদিরের শিল্পকর্মের মানবিক বার্তা ও সৃজনশীলতার প্রশংসা করেন।
এসএসএইচ