পর্তুগালে বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন

পর্তুগালে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে আগামী ২৮ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছে কাজা দো বাংলাদেশ।
এ উপলক্ষ্যে রোববার (১৪ ডিসেম্বর) লিসবনের দিদাজ রেস্টুরেন্টের হলরুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রনি হোসাইন বলেন, গত বছর আমরা খোলা মাঠে বিজয় দিবস উদযাপন করেছিলাম। তবে এ বছর পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে লিসবোর Mercado de Culturas হল প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, বিজয়ের গৌরবময় ইতিহাস এবং বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।
তিনি জানান, অনুষ্ঠানে মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, শিশু-কিশোরদের বিশেষ পরিবেশনা, বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর বিভিন্ন স্টল, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কাজা দো বাংলাদেশ এর উপদেষ্টা এম এ হাকিম মিনহাজ, মাসুম আহমদ, সংগঠনের সেক্রেটারি শহীদ আহমদ (প্রিন্স), ইকবাল আহমদ কাঞ্চন, হাফিজ আল আসাদ, শাহিন আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া পর্তুগালে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
এমএসএ