যুক্তরাষ্ট্রে প্রতি পাঁচজনে একজন ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত

যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য পুনরায় স্বাভাবিক হচ্ছে। সেসব রাজ্যে করোনাভাইরাসে জারি করা বিধিনিষেধ অনেকটাই শিথিল হচ্ছে। মাস্ক পরিধান করা ও সামাজিক দূরত্ব মানার বাধ্যবাধকতা উঠে গেছে।
তবে, বিশেষজ্ঞরা টিকা না নেওয়া ব্যক্তিদের সতর্ক করেছেন। কেননা করোনার ডেল্টা (ভারতীয়) ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের প্রতি পাঁচজনে একজন এ ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন। এমনটাই জানিয়েছে এবিসি নিউজ ডেট্রয়েট।
বিউমেন্ট হেলথের সংক্রামক রোগ বিভাগের পরিচালক ম্যাথিউ সিমস বলছেন, আরেকটি ঢেউয়ের আশংকা করা হচ্ছে। ডেল্টা ভ্যারিয়েন্ট এত দ্রুত বিস্তার লাভ করছে যে উদ্বেগ তৈরি হচ্ছে। সংক্রমণের দিক দিয়ে এ ভ্যারিয়েন্ট আলফা বা যুক্তরাজ্যের ভ্যারিয়েন্টকেও ছাড়িয়ে যেতে পারে।
তিনি বলেন, এক মাস আগেও আক্রান্তের শতকরা পাঁচ ভাগ ছিল ডেল্টা ধরনের। দুই সপ্তাহের ব্যবধানে তা ৩০ শতাংশে পৌঁছে গিয়েছে। টিকা না নেওয়া অঞ্চলগুলোতে এখন বিশেষ নজর দিতে হবে। কারণ সেসব অঞ্চলে ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
যুক্তরাষ্ট্রের অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক ড. অ্যান্থনি ফাউসি বলেছেন, যেসব অঞ্চলে টিকা দেওয়ার হার কম, সে অঞ্চলে এ ভ্যারিয়েন্ট শক্তিশালী হয়ে উঠতে পারে।
এর আগে অবশ্য সিমস বলেছিলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট আলফা বা যুক্তরাজ্যের ভ্যারিয়েন্ট থেকে ৬০ শতাংশ বেশি সংক্রামক হতে পারে।
আরএইচ