খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপজুড়ে শোকের ছায়া

এশিয়ায় দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু।
এক শোকবার্তায় তিনি অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় প্রেসিডেন্ট মইজ্জু বলেন, ‘এই শোকের সময়ে সর্বশক্তিমান আল্লাহ যেন তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দান করেন।’
এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে একটি শোক বই খোলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিশনের কাউন্সিলর (শ্রম) মো. সোহেল পারভেজ। বুধবার (৩১ ডিসেম্বর) থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য শোক বইয়ে স্বাক্ষরের ব্যবস্থা রাখা হয়েছে।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ও খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের উদ্যোগে খতমে কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে। প্রবাসী হাফেজদের অংশগ্রহণে স্থানীয় একটি মসজিদে খতমে কোরআন অনুষ্ঠিত হবে।
প্রবাসী সাংবাদিক ফোরাম মালদ্বীপের সভাপতি মো. এমরান হোসেন তালুকদার খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এছাড়াও বাংলাদেশ ফোরাম মালদ্বীপের পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। একইভাবে প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপের পক্ষ থেকে সংগঠনের সভাপতি মো. আলমগীর হোসেন শোক ও সমবেদনা জানিয়েছেন।
এসএসএইচ