আমিরাত বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাত বিএনপির উদ্যোগে খতমে কুরআন, বিশেষ দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর সংযুক্ত আরব আমিরাতের শারজায় আয়োজিত এ স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মুস্তফা মাহমুদ। জাহাঙ্গীর আলম রুপু ও এস এম মোদাসসের শাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বাণী পাঠ করেন সাহাদাত হোসেন সুমন। স্বাগত বক্তব্য রাখেন মো. সাহেদ আহমদ রাসেল।
আলোচনা সভায় বক্তব্য দেন ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা। তাদের মধ্যে ছিলেন রফিকুল আলম, ইঞ্জিনিয়ার মাহি আলম, ইঞ্জিনিয়ার করিমুল হক, শাহীনুর শাহীন, নুর হোসেন সুমন, আবুল বাশার সিআইপি, রুহুল আমিন, নীল রতন দাস, মজিবুল হক মঞ্জু, এস এম এরশাদুল আলম, হানিফ খোকন, জামাল কন্ট্রাক্টর, সিআইপি জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম সিআইপি, ইলিয়াস আমির আলি, শহিদুল্লাহ, আবুল হাসেম, হুমায়ূন কবির সুমন, ইসমাইল হোসেন পিয়ারু, শাহদাত হোসেন, এরশাদ কন্ট্রাক্টর ও আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
প্রায় ৩০ জন হাফেজ মাওলানার মাধ্যমে খতমে কুরআন শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশের গণতন্ত্র রক্ষায় তার অবিস্মরণীয় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন, দেশপ্রেম ও সাহসিকতার প্রতীক। তার মৃত্যুতে দেশ ও জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
অনুষ্ঠানের শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনাও করা হয়।
দোয়া মাহফিলে আমিরাত বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত থেকে মরহুম নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান।
এমএসএ
