মাদ্রিদে মধুর ক্যান্টিন কাচ্চি হাউজের উদ্বোধন

স্পেনের রাজধানী মাদ্রিদে বাঙালি মালিকানাধীন ‘মধুর ক্যান্টিন কাচ্চি হাউজে’র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) মাদ্রিদের বাঙালিপাড়া খ্যাত লাভাপিয়েস এলাকার কাইয়ে ভ্যালেন্সিয়া ২৪ নাম্বারে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বায়তুল মোকাররম মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার।
এ উপলক্ষ্যে রেস্টুরেন্টের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক ও নজরুল ইসলাম প্রতিষ্ঠানের সাফল্য কামনায় দোয়ার আয়োজন করেন। কুরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাসান বিন মোহাম্মদ উল্লাহ, পাকিস্তানি মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ইউসুফ, মাওলানা আনাস আহমেদ চৌধুরী। এরপর আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে দোয়ার মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়।
এ সময় স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক ও নজরুল ইসলাম বলেন, এই প্রতিষ্ঠান আপনারা বাংলাদেশি সবার আপনাদের সার্বিক সহযোগিতা ছাড়া এই প্রতিষ্ঠান চালানো যাবে না। প্রবাসী বাংলাদেশিদের কথা চিন্তা করেই আমরা এ রেস্টুরেন্ট করেছি। বাংলাদেশিদের সব ধরনের সুস্বাদু খাবার এখানে পাওয়া যাবে।
আমন্ত্রিত অতিথিরা বলেন, এই প্রতিষ্ঠানের যাত্রার ফলে বেশ কিছু বাংলাদেশির কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে। আশা করি প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সবাই সততার সঙ্গে কাজ করবেন।
তারা আরও বলেন, নতুন নতুন যত বেশি বাংলাদেশি ব্যাবসা প্রতিষ্ঠান স্পেনে বৃদ্ধি পাবে ততবেশি বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে।
স্পেন ও ইউরোপের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী করে তুলতে প্রবাসীদের সাফল্য গণমাধ্যমে তুলে ধরা প্রয়োজন বলে ও মন্তব্য করেন অতিথিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কমিউনিটির শীর্ষ স্থানীয় নেতা ও বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে প্রায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশি মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
এমএন