মাদ্রিদে প্রবাসী কল্যাণ সমিতির শীতকালীন বনভোজন অনুষ্ঠিত

স্পেনে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন প্রবাসী কল্যাণ সমিতির শীতকালীন বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) স্থানীয় সরকারি ছুটির দিনে সমিতির কর্মকর্তা ও দায়িত্বশীলরা পরিবার-পরিজন নিয়ে একত্রিতভাবে মাদ্রিদের অদূরে বরফে মোড়ানো নাভাছেররাদা এলাকায় দিনব্যাপী বনভোজনে অংশ নেন।
সকাল ১১টায় এমবাখাদুর পয়েন্ট থেকে একটি বাস ও কয়েকটি ব্যক্তিগত গাড়িতে করে তারা গন্তব্যের উদ্দেশে রওনা হন। নিরিবিলি ও মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত বনভোজনের স্থানটি সারাদিন প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখরিত ছিল। পাহাড়ঘেরা এলাকা, হাইকিং ট্রেইল ও মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেন অংশগ্রহণকারীরা। সর্বস্তরের প্রবাসীদের উপস্থিতিতে এলাকাটি যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়।
বনভোজনের আয়োজন করেন সংগঠনের সভাপতি আল আমিন মিয়া ও সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান।
অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল কাইয়ুম মাসুক, আমিনুর রশিদ রাজু, সাইফুল মুন্সি ইকবাল, আলামীন শেখ, জানে আলম, সেলিম আহমদ, ইকবাল আহমদ, নাহিদ ভূইয়া, সাঈদ আনোয়ার, ইয়াছিন শিকদার, রাসেল পোদ্দার, আক্তার হোসেনসহ অনেকে।
দিন শেষে সমিতির সভাপতি আল আমিন মিয়া ও সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান উপস্থিত অতিথি, সদস্য ও কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন।
এমএসএ