গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করলেন রাষ্ট্রদূত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ দূতাবাস, ওয়ারশের উদ্যোগে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুমা বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রবাসী বাংলাদেশিরা এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবিস্মরণীয় ভূমিকা এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অসামান্য ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপসহীন উজ্জ্বল নক্ষত্র হিসেবে বেগম খালেদা জিয়া জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
অনুষ্ঠানে খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এনআই/এসএসএইচ