মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে পোস্টাল ভোট বিষয়ক মতবিনিময়

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনের বার্ষিক গণশুনানি ও পোস্টাল ভোট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) চ্যান্সারি হলরুমে আয়োজিত এ গণশুনানিতে প্রবাসী বাংলাদেশিরা কনস্যুলার ও শ্রম–সংক্রান্ত অভিযোগ, অভিজ্ঞতা ও প্রস্তাব সরাসরি উপস্থাপন করেন।
গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। শুরুতে কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ ২০২৫ সালের কনস্যুলার উইংয়ের কার্যক্রম এবং কল্যাণ সহকারী আল মামুন পাঠান শ্রম উইংয়ের কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন।
প্রবাসীদের উত্থাপিত প্রশ্নের জবাবে কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ প্রবাসীদের পোস্টাল ভোটদান পদ্ধতি, ডাকযোগে ব্যালট প্রেরণের নিয়ম ও সময়সীমা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, প্রবাসী অধিকার পরিষদের সভাপতি মো. আলমগীর সিকদার।
প্রধান অতিথির বক্তব্য হাইকমিশনার বলেন, এ ধরনের উন্মুক্ত গণশুনানি প্রবাসীদের সমস্যা সমাধান, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। প্রবাসীবান্ধব সেবা জোরদারে প্রতিবছর নিয়মিতভাবে এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এছাড়াও হাইকমিশনের তথ্য অনুযায়ী, গত বছরে প্রবাসীদের কাছ থেকে মৌখিক ও লিখিতভাবে মোট ৯২০টি অভিযোগ গ্রহণ করা হয়, যার মধ্যে ৬৫০টি অভিযোগের সমাধান করা হয়েছে। হটলাইন মোবাইল নম্বরের মাধ্যমে ৫ হাজার ৬০০টি সেবা প্রদান করা হয়। এ সময়ে ৭৬৮ জন প্রবাসী প্রবাসী কল্যাণ ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ করেন।
দেশে প্রত্যাবর্তনের জন্য মোট এক হাজার ৪৫১টি আউটপাস ইস্যু করা হয়, যার মধ্যে ডিটেনশন সেন্টারে আটক ২৫৩ জন প্রবাসী অন্তর্ভুক্ত ছিলেন। গত বছরে হাইকমিশনের প্রতিনিধিদল কেন্দ্রীয় কারাগারসহ ডিটেনশন সেন্টার ৩১ বার পরিদর্শন করেন। এছাড়া ১২ বার মালদ্বীপের হিমাগার পরিদর্শনের মাধ্যমে ৪৪টি মরদেহ দেশে প্রেরণ করা হয়। বাংলাদেশি নতুন শ্রমিকদের মালদ্বীপে আগমনের প্রক্রিয়া সহজ করতে ৭৬৩টি ভিসা সত্যায়ন করা হয়েছে।
এমএন