নিউজার্সিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে প্রাইভেটকারের চাপায় লিপন আহমেদ (৩১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (৭ জুলাই) দুপর সাড়ে ১২টার দিকে প্রসপেক্ট পার্ক সিটি হলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত লিপন আহমেদ তালুকদারের খালাতো ভাই তারেক আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তারেক চৌধুরী জানান বুধবার দুপুরে লিপন তার বাইসাইকেলে চড়ে সড়ক পার হচ্ছিলেন। ওই সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। পরে পুলিশ লিপনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মামা প্রসপেক্ট পার্ক সিটির কাউন্সিলম্যান মুহাম্মদ আবুল হোসেন সুরমান জানান, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা লিপন। তার বাবা আমেরিকা প্রবাসী লনু মিয়া তালুকদার। তিনি আরও জানান, লিপন ৪ বছর ধরে তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আমেরিকায় আছেন। বাংলাদেশে তার স্ত্রী, এক বছরের শিশুপুত্র রয়েছে।
লিপনের অকাল মৃত্যুতে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এমএইচএস