বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কানাডায় ভার্চুয়াল আলোচনা

কানাডার ক্যালগেরিতে আলবার্টা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আলবার্টা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল্লা রফিক।
তিনি বলেন, আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং ২০৪১ সালের মধ্যে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, জাতির পিতা পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতির মুক্তির জন্য দীর্ঘ ২৪ বছর সংগ্রাম করেছেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম সবক্ষেত্রেই তিনি নেতৃত্ব দিয়েছেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাউন্ট রয়েল ইউনিভার্সিটির প্রফেসর তাশফীন হোসাইন তপু এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ কাদির l
এসআরএস