দক্ষিণ আফ্রিকায় ২ মুসলিম সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংসতায় সুপার স্টোরসহ এলাকাভিত্তিক ছোট-বড় দোকানগুলো লুট হয়ে যাওয়ায় খাদ্যসামগ্রীর সংকট দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ধনী-দরিদ্র কমবেশি সবাই খাদ্যসংকটে ভুগছেন। মূল্যের চেয়ে কয়েক গুণ দাম বেশি দিয়েও খাবার পাওয়া যাচ্ছে না।
এ অবস্থায় সেসব এলাকায় জামেয়াতুল উলামা ও ইমদাদ ফাউন্ডেশন নামে দুটি মুসলিম সামাজিক সংগঠন খাদ্যসামগ্রী সহায়তা নিয়ে এগিয়ে এসেছে।
দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত কোয়াজুলু নাটাল প্রদেশে উমলাজি, ওভারপোর্ট, নিউল্যান্ডস, চ্যাটসওয়ার্থ, ফোনিক্স টঙ্গাতসহ বিভিন্ন এলাকার আবাসিক ও জনবহুল সড়কগুলোয় অবস্থান নেওয়া মানুষের কাছে রুটি, দুধ, চিপস, চাউল, আটা, আলু, পেয়াজ, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছে সংগঠন দুটি।
সংকটের শুরু থেকে প্রতিদিন নতুন নতুন এলাকায় পথে ও বাসাবাড়িতে গিয়ে মানুষকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে জামেয়াতুল উলামা ও ইমদাদ ফাউন্ডেশন।
গত সপ্তাহে দাঙ্গা সংঘটিত হওয়ার পর বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত সেনা টহল চলছে। লুটপাটের শিকার শপিংমলগুলো পরিস্কার-পরিচ্ছন্ন করতে সাহায্য করছেন কমিউনিটির সাধারণ নাগরিকরা।
আরএইচ/আরএইচ