মেঝেতে তেল ঢেলে লুটপাট ঠেকানোর চেষ্টা!

দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংসতায় দাঙ্গাকারীরা চারদিকে আতঙ্ক ছড়িয়ে লুটপাট করছে। মিলিয়ন ডলারের সম্পদ রক্ষায় সরকারি ও বেসরকারি নিরাপত্তা সংস্থাগুলো তেমনভাবে এগিয়ে আসছে না।
দেশটিতে যখন এ রকম পরিস্থিতি, তখন লুটপাট ঠেকাতে কোয়াজুলু নাটাল প্রদেশের একটি শপিংমলের কর্মীরা মেঝেতে সয়াবিন তেল ঢেলে পিচ্ছিল করে দেওয়ার পরিকল্পনা করেন। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, লুট করতে আসা কয়েকজন মেঝেতে ঢেলে রাখাতে তেলে পা পিছলে পড়ে যান। তবে তেমন কোনো সমস্যা হয়নি। শেষ পর্যন্ত তারা শপিংমলে প্রবেশ করেন এবং লুটপাটে অংশগ্রহণ করেন। এরপর আরও অনেকে আসেন লুটপাটে অংশ নিতে। তবে মেঝেতে কর্মীদের ঢেলে রাখা সয়াবিন তেল লুটপাটকারীদের ঠেকাতে পারেনি।
এদিকে, চলমান লুটপাটে ঘটনা পূর্বপরিকল্পিত বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রপতি সিরিল রামাফোসা। তিনি বলেন, এ ঘটনা বিশ্বব্যাপী দক্ষিণ আফ্রিকার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ঘটানো হয়েছে। জড়িতদের বিচারের আওতায় আনা হবে।
দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংস পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। সেনা ও পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন। লুটপাটের ঘটনায় উসকানিদাতা সন্দেহে রোববার (১৯ জুলাই) চার ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে প্রশাসন। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
আরএইচ