টরন্টোতে হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য

কানাডার টরন্টোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করবে অন্টারিও আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি।
বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অন্টারিও আওয়ামী লীগ আয়োজিত ১০ জানুয়ারির এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাডায় বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক লিটন মাসুদ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ চৌধুরী বিপ্লব।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, বাংলাদেশের অগ্রগতি ও অগ্রযাত্রা নিয়ে আলোচনায় হাইকমিশনার ড. খলিলুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে কানাডায় বাংলাদেশিরা সব সময় প্রস্তুত। বঙ্গবন্ধু ও বাংলাদেশের পক্ষে একযোগে কাজ করতে আমরা বদ্ধপরিকর।
এ সময় বক্তারা টরন্টোতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় অংশগ্রহণ করেন বিশেষ অতিথি ড. মোজাম্মেল খান, ড. আব্দুল আউয়াল, কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মাহমুদ মিয়া, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহিবুর রহমান, তোফাজ্জল আলী, অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিলু, যুগ্ন সম্পাদক নীরু চাকলাদার, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. হুমায়ূন কবির, অন্টারিও আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল করিম, গোলাম সারোয়ার, আবু হেনা কোরাইশী, রাধিকা রঞ্জন চৌধুরী, জামাল উদ্দিন নান্নু, যুগ্ন সম্পাদক জগলুল হক, আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক মনির বাবু, মহিলা বিষয়ক সম্পাদক হাসমত আরা জুই, আন্তর্জাতিক সম্পাদক হাসনা হাসান, দপ্তর সম্পাদক খালেদ শামীম, কোষাধ্যক্ষ মনজুরুল করিম রুবেল, কান্তি মাহমুদ, নির্বাহী সদস্য মহিউদ্দিন আহম্মেদ বিন্দু, মোস্তাফিজুর রহমান, রিয়াজুল হক, কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া আহম্মেদ, মোর্শেদ আহমেদ মুক্তা, আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন, সদস্য আব্দুল মান্নান, ঝোটন তরফদার, সুকোমল রায়, কুইবেক আওয়ামী লীগের সভাপতি শহিদ রহমান, মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার জানু, কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমানসহ আরও অনেকে।
এইচকে