কানাডায় টিকাদানে স্বচ্ছতার দাবি

কানাডার বিভিন্ন প্রদেশে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম চলছে। তবে টিকাদান ধীর গতিতে চলছে মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলীয় আইন প্রণেতাদের একাংশ, স্বাস্থ্য খাতের কিছু ব্যক্তি এবং লিবারেল পার্টি। তারা টিকাদান পরিকল্পনায় আরও স্বচ্ছতার দাবি জানান।
লিবারেল পার্টির নেতা স্টিভেন ডেল ডুকা বলেন, ভ্যাকসিন প্রয়োগে অন্টারিও প্রদেশ অনেক পিছিয়ে আছে। ভ্যাকসিন হচ্ছে টানেলের শেষ প্রান্তের আলো। এর প্রয়োগ যদি এক সপ্তাহও বিলম্ব হয় তাহলেও এর পরিণতি খারাপ হবে। আমাদের হাতে পর্যাপ্ত ভ্যাকসিন থাকলেও প্রয়োগ হয়েছে খুবই কম। প্রয়োগে বিলম্বের পেছনে কোনো অজুহাতই গ্রহণযোগ্য নয়।
অন্টারিও প্রদেশের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ফাইজার-বায়োএনটেকের ৯০ হাজার ভ্যাকসিনের মধ্যে প্রয়োগ করা হয়েছে এখন পর্যন্ত ১১ হাজার ডোজ। এদিকে ছুটির দিনে টিকা দেওয়ার গতি কম হওয়ায় সমালোচকদের তোপের মুখে পড়েছে অন্টারিও সরকার।
এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, জানুয়ারির মধ্যে কানাডায় ১০ লাখ ডোজ টিকা আসবে। পাঁচ লাখ নাগরিক জানুয়ারির মধ্যেই দুই ডোজ করে টিকা পাবেন।
তিনি জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যে কানাডার সব প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য টিকা নিশ্চিত করা হবে।
ভ্যাকসিনেশনের ধীর গতির কারণ কর্মী স্বল্পতা বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আলেক্সান্দ্রা হিলকেন। তিনি বলেন, আমাদের ভুলে গেলে চলবে না যে, কোভিড-১৯ এর সংক্রমণ লংটার্ম কেয়ার হোম ও হাসপাতালে কর্মী সংকট তীব্র করে তুলেছে। এ কারণেই ছুটির দিনে টিকা দেওয়ার সংখ্যা কম।
অন্যদিকে কানাডার প্রধান চারটি প্রদেশ অন্টারিও, বৃটিশ কলম্বিয়া, আলবার্টা ও কুইবেকে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে হাসপাতাল, নিবিড় পরিচর্যাকেন্দ্রে চাপ পড়ছে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানাসহ সরকারি বিভিন্ন বিধিনিষেধ দেওয়া সত্ত্বেও করোনাভাইরাস কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
উল্লেখ্য, কানাডায় আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচি শুরু হয় গত ১৪ ডিসেম্বর। সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮১ হাজার ৩২৮ জন, মৃত্যুবরণ করেছেন ১৭ হাজার ৩শ ৮৩ জন এবং সুস্থ হয়েছেন ৫ লাখ ৮৪ হাজার ৬ শ ৫২ জন।
দেশটির সরকার পরিস্থিতি মোকাবিলায় দ্রুততম সময়ে কিভাবে নাগরিকদের টিকার আওতায় আনা যায় তার ওপর জোর গুরুত্বারোপ করছে।
এইচকে