মালয়েশিয়ায় জরুরি অবস্থার মধ্যেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

মালয়েশিয়ায় করোনাভাইরাসের বিস্তার রোধে মঙ্গলবার (১২ জানুয়ারি) জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটিতে জরুরি অবস্থা জারির দুদিনের মাথায় বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় তিন হাজার ৩৩৭ জন আক্রান্ত ও ১৫ জনের মৃত্যু হয়েছে।
এরমধ্যে সেলাঙ্গরে এক হাজার ৩৬ ও কুয়ালালামপুরে ২৫৭ জন সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
স্বাস্থ্য মহাপরিচালক ডা. নূর হিশাম আবদুল্লাহ বলছেন, গত ২৪ ঘন্টায় এক হাজার ৭১০ জনসহ এ পর্যন্ত মোট এক লাখ ১৩ হাজার ২৮৮ সুস্থ হয়েছেন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৭ হাজার ৮৫৫ জন। এপর্যন্ত ৫৭৮ জনের মৃত্যু হয়েছে।
এদিকে করোনারোধে জারি করা নিয়ন্ত্রণ আদেশের প্রথম দিন থেকেই মোতায়েন করা হয়েছে ৪৮ হাজার পুলিশ ও সেনাবাহিনী। ছয় জেলায় বসানো হয়েছে ৩৯ চেকপোস্ট।

কুয়ালালামপুরের পুলিশ প্রধান দাতুক সাইফুল আজলি কমারউদ্দিন বলেছেন, আমরা জনগণকে নিয়ন্ত্রণে স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, চলমান পদ্ধতিতে দুই সপ্তাহ পরিস্থিতি মূল্যায়ন করা হবে। প্রয়োজনে চেকপোস্টের সংখ্যা বাড়ানো হবে। এছাড়া যারা এসওপি আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
বৃহস্পতিবার সিনিয়র মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব বলেছেন, নিয়ন্ত্রণ আদেশের দ্বিতীয় ধাপের প্রথম দিন এসওপি লঙ্ঘনের দায়ে পুলিশ ৩৮৯ জনকে গ্রেপ্তার করেছে। যাদের মধ্যে ১৩৮ জন অবৈধ অভিবাসী। অবৈধ বিদেশিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
ওএফ