লন্ডনে শাবির সাবেক শিক্ষার্থীদের বার্ষিক বনভোজন

যুক্তরাজ্যের লন্ডনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সাবেক শিক্ষার্থীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ আগস্ট) লন্ডনের অদূরে ইলফোর্ডের আধার ভ্যালেন্টাইন পার্কে সাস্টিয়ান ইউকের উদ্যোগে এই আয়োজন করা হয়।
দিনব্যাপী এই বার্ষিক বনভোজনে বিভিন্ন খেলাধুলার পাশাপাশি বাঙালির চিরাচরিত আড্ডা, শিশু কিশোরদের পদচারণা আর অতীত স্মৃতি রোমন্থনে ব্যস্ত ছিলেন সবাই। পোর্টসমাউথ, রিডিং, মিল্টন কিংস, লন্ডন শহরে বিভিন্ন পেশায় কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা পরিবারসহ এতে অংশ নেন।
করোনার কারণে গত দুই বছরে অনেকেই তাদের স্বজনদের হারিয়েছেন। লকডাউনের কারণে আবদ্ধ ঘরে থাকতে থাকতে মানুষ একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে আসতে পারেনি। যুক্তরাজ্যে টিকার প্রয়োগের পর আর নাগরিকদের সহযোগিতায় বিভিন্ন অঙ্গরাজ্যের বিধিনিষেধ অনেকটাই শিথিল হয়েছে। এতে করে দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে সপরিবারে দেখা হওয়ার সুযোগ তৈরি হয়েছে। ফলে গোটা অনুষ্ঠান এক আবেগ ঘন পরিবেশে রূপ নেয়।
অনুষ্ঠানের শুরুতে সবার মাঝে সকালের নাস্তা বিতরণ করা হয়। এরপর শুরু হয় মূল পর্ব। এই পর্বে ছিল ছোট ও বড়দের খেলাধুলাসহ অন্যান্য প্রতিযোগিতা। এতে সাবেক শিক্ষার্থীদের পরিবার ও সন্তানরা অংশগ্রহণ করে। এতে বাড়তি আনন্দ এনে দেয় সিলেটি ধামাইল গানের সুরে সুরে মহিলাদের পিলোপাস। খেলাধুলা শেষে দেশীয়ভাবে পরিবেশন হয় দুপুরের খাবার।
মধ্যাহ্ন ভোজের পর শুরু হয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের ফটোসেশন ও পরিচয় পর্ব। বিকেলে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনের দায়িত্বে ছিলেন কামরুল কাবেরী ও তৌহিদ চৌধুরী।
এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাজু আহমেদ, জাবেদ চৌধুরী, মুহম্মদ নুরুজ্জামান, শাফিন, শাহিন, আহসান সাদি, শরীফ উদ্দিন, রোজী, লাকি, মুশতাক, সোহান, রুমান, আখলাক, ফাহিম, অন্তু, আসিফ, আব্দুস সালাম, মাহবুব, আরিফ, জাবেদ, মইনুল, রাজ্জাক, বেলাল, ডালিয়া, রুমি, আজিম, সাজু, জুহেদ, শিপন, আশরাফ বাবলু, দারা, আবুল হুসেইন, ইকবাল মুক্তাদির, সুশান্ত, ফয়সাল আজম, রবি, ইশরাত, ইশতিয়াক, রাশেদ, জাহিদ, তালহা প্রমুখ।
এমএইচএস