ইতালিতে আ. লীগ নেতার বাবার মৃত্যুতে দোয়া

ইতালি আওয়ামী লীগ নেতা ও ফরাজী রিয়েল এস্টেটের চেয়ারম্যান জাহাঙ্গীর ফরাজীর বাবা মরহুম আবুল হাসেমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় রোমের পিয়াচ্ছা ভিত্তোরিওর ফুড অব রোমা রেস্টুরেন্টের হলরুমে ইতালি আওয়ামী লীগ নেতা, ব্যবসায়ী এম.এ.রব মিন্টুর আয়োজনে এ দোয়া মাহফিল আয়োজিত হয়।
দোয়া পরিচালনা করেন ভিত্তোরিও সেন্ট্রাল মসজিদের খতিব ও ইমাম সাইফুল ইসলাম। মাহফিলে প্রয়াত আবুল হোসেনের জন্য বিশেষ দোয়া কামনা করা হয়।
এ সময় আয়োজক আওয়ামী লীগ নেতা এম এ রব মিন্টু বলেন, তিনি ছিলেন ফরাজি পরিবারের অভিভাবক। একজন হাসিখুশি মানুষ। আল্লাহ এই মানুষটিকে বেহেশত নসিব করুন। মরহুম আবুল হাসেমের শূন্যস্থান পূরণীয় নয়।
দোয়া ও মাহফিলে ইতালি আওয়ামী লীগের আসন্ন সম্মেলনের নির্বাচন কমিশন প্রধান ও সর্ব ইউরোপ আওয়ামীলীগ নেতা কেএম লোকমান হোসেন, আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারী, বাংলাদেশ জাসদের আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট আনিচুজ্জামান, কমিউনিটি নেতা নুরুল আমিন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক লীগ ইতালির সাধারণ সম্পাদক ইকবাল ঢালী, বাসার শেখ, আব্দুর রহমান হেলাল উদ্দিন, ইতালি আওয়ামী লীগ নেতা মজিবর রহমান, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠাতা আহ্বায়ক মাসুদুর রহমান সিদ্দিকী, বঙ্গবন্ধু পরিষদ ইতালির সাধারণ সম্পাদক আহসান পিপুসহ অনেকে উপস্থিত ছিলেন।
এমএইচএস