রোমে ফিরলেন ইতালি আ. লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক

দীর্ঘদিন পর রোমে ফিরেছেন ইতালি আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এনআরবি ইসলামি লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান জি.এম.কিবরিয়া। তার আগমনে সর্ব ইউরোপ আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি এয়ারপোর্টে পৌঁছালে প্রস্তুতি কমিটির আহ্বায়ককে ফুল দিয়ে বরণ করেন ইতালি আওয়ামী লীগের নেতারা।
এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য শাহ আলম, আফতাব বেপারী, ইতালি আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, লিটন হাজারী, মুজিবুর শিকদার, রোম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি স্বপন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জি আর মানিক, ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, ইতালি আওয়ামী লীগ নেতা এ আর আহমেদ তপু, স্বেচ্ছাসেবক লীগ ইতালি শাখার সাধারণ সম্পাদক ইকবাল ঢালী, বঙ্গবন্ধু পরিষদ ইতালির সাধারণ সম্পাদক আহসান পিপু। আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম বাতেন, সামাজিক ব্যক্তিত্ব আবুল বাসার।
এছাড়া অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ সমিতি ইতালির সভাপতি লিটন মোহাম্মদ, ইতালি আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইমরুল কায়েছসহ ইতালি আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এমএইচএস