মালয়েশিয়ায় পুলিশকে বারবার ‘ঘুষ সেধে’ গ্রেপ্তার দুই বাংলাদেশি

মালয়েশিয়ায় পুলিশকে ঘুষ দেওয়ার অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে লুনাস টোল সড়কে ট্যাক্সি নিয়ে কুলিম যাওয়ার পথে তাদের গ্রেপ্তার করা হয়।
কুলিম জেলা পুলিশ প্রধান আজহার হাশিম বলেন, গ্রেপ্তারদের বৈধ ভ্রমণের দলিল ও ক্রস-স্টেট পারমিট ছিল না। তাদের একজন পুলিশ সদস্যকে ৫০০ রিঙ্গিত ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। পুলিশ তাদের সতর্ক করে। দুই বার সতর্ক করার পরেও তারা তৃতীয় দফায় পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টা চালান। বিরক্ত হয়ে এ সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ওই দুই বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তাদের বয়স ২৭ থেকে ৩০ বছরের মধ্যে বলে আজহার হাশিম জানিয়েছেন।
এইচকে